মো. রাসেল ইসলাম: বেনাপোল পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে নির্বাচনী আলোচনা সভা করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর শার্শা উপজেলা ও বেনাপোল ইউনিয়ন কমান্ড।
মঙ্গলবার (১১ জুলাই) বিকাল ৪টায় বেনাপোল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেনাপোল পৌর কমান্ড শাহ আলম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. নাসির উদ্দীন, বেনাপোল ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন সহ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডরা।
Drop your comments: