বহুল আলোচিত নুসরাত হত্যা মামলার পুনঃতদন্তের দাবিতে ফেনী শহরের ট্রাংক রোডে প্রেস ক্লাবের সামনে রবিবার (১৬ অক্টোবর) দুপুরে ব্যানার-পেস্টুন নিয়ে মানববন্ধন করেছে মামলায় দন্ডাদেশ প্রাপ্ত ১৬ জনের পরিবারের সদস্য, স্বজন, এলাকাবাসীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
তারা আদালতের দেয়া রায়ে অসন্তোষ প্রকাশ করে এ মামলা পুনঃতদন্ত দাবি করেন এবং পিবিআই প্রধান বনজ কুমার ও মামলার তদন্তকারী অফিসার আলমের বিচার দাবি করেন।
মানববন্ধন শেষে তারা একটি মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এরপূর্বে নুসরাত হত্যা মামলায় দন্ডাদেশ প্রাপ্ত ১৬ জনের পরিবারের সদস্যরা ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
Drop your comments: