নিজের হাতে সাত বছরের মেয়ের অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসক বাবা। কিন্তু মেয়েকে বাঁচাতে পারেননি। চিকিৎসক হয়েও নিজের সন্তানকে হারানোর যন্ত্রণায় বিদ্ধ চিকিৎসক বাবা সরি লিখে আত্মহত্যা করেছেন। এ ঘটনা ভারতের কেরালার।
জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর নিজের সাত বছরের মেয়ের অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসক অনুপ কৃষ্ণ। হাঁচুর অস্ত্রোপচার করার সময়ই কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয়। শিশুটিকে অন্য হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি। বাবার তত্ত্বাবধানেই মেয়ের মৃত্যু হয়। এই ঘটনার জন্য প্রবল সমালোচনার মুখে পড়তে হয় চিকিৎসকের।
মেয়ের মৃত্যুর জন্য তাকেই দায়ী করে পরিবার এবং স্থানীয়রা। হাসপাতালের বাইরে বিক্ষোভও হয়। চিকিৎসক অনুপের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হয়। শুধু তাই নয়, কোল্লাম পূর্ব পুলিশ স্টেশনে তার বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ দায়ের করা হয়।
এরপর গত বৃহস্পতিবার কোল্লাম জেলার কাদাপ্পাকাড়াতে বাড়ি থেকে ওই চিকিৎসক বাবার দেহ উদ্ধার হয়। বাড়ির বাথরুমের দেয়ালে ‘সরি’ লিখে রেখেছিলেন তিনি।