সোলায়মান হাসান: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে বান্টি বাজার থেকে পাচরুখী পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। রোববার সকাল সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাচরুখী এলাকায় বিএনপির ডাকা হরতালের সমর্থনে দলটির নেতাকর্মীরা মিছিল বের করে। এসময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে হরতাল সমর্থনকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করলে নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। সংঘর্ষে পুলিশের গুলিতে একজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হয়। প্রায় ঘণ্টাব্যাপী বন্ধ ছিলো ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও বিএনপির নেতাকর্মীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের পাচরুখী ও বান্টি এলাকায় হরতালের সমর্থনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে তারা রাস্তা অবরোধ করে। এসময় মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে দলটির নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করলে পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম জানান, আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে সেখানে টায়ারে আগুন জ্বালিয়ে বিএনপি বিক্ষোভ মিছিল করে। তাদের রাস্তা থেকে সরিয়ে দিতে চাইলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। হিসেব করে বলা যাবে কতো রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। প্রায় একঘণ্টা পর সড়কের যান চলাচল স্বাভাবিক হয়।