নাটোরের লালপুরে বাস খাদে পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অনন্ত নয়জন। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নাটোর-পাবনা মহাসড়কের লালপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডলি এলাকার জ্যোস্না বেগম ও তার মেয়ে রোজিনা খাতুন। বনপাড়া হাইওয়ে থানার ওসি শফিকুল ইসলাম জানান, নাটোর-পাবনা মহাসড়কের লালপুর উপজেলার গোধরা এলাকায় পাবনা থেকে রাজশাহী গামী যাত্রীবাহী বাস ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জ্যোস্না বেগম নিহত ও অন্তত নয়জন আহত হয়। খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। আহতদের মধ্য জ্যোস্না বেগমের মেয়ে রোজিনা খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
নিহত জ্যোস্না গলার অপারেশন করাতে স্বামী ও মেয়েকে নিয়ে পাবনা থেকে নাটোর মিশন হাসপাতালে আসছিলেন।