![IMG_20201125_174320](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/11/IMG_20201125_174320.jpg)
নাইকো দুর্নীতির মামলায় চার্জ শুনানির জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার খালেদা জিয়া অসুস্থ জানিয়ে আদালতে সময় আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করেন চার্জ শুনানির পরবর্তী ওই দিন ধার্য করেন আদালত। কেরানীগঞ্জের কারাভবনে নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির করে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা ক্ষতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদকের তৎকালীন সহকারী পরিচালক (বর্তমানে উপপরিচালক) মুুহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন।