পত্রিকার জন্ম বাংলায় ২০০ বছরের বেশি হবে। তবে সেই ইতিহাসের প্রায় ৫০ বছর পর শুধু নারীদের জন্য প্রাকশিত হতে লাগল বামাবোধিনী পত্রিকা। এটি এখনকার সময়ের ম্যাগাজিন কিংবা নারীদের ফ্যাশন নিয়ে ছোট্ট আর্টিকেলের কথা বলছি না। সময়টা আজ থেকে প্রায় দেড়শ বছর কিংবা তারও কিছু আগে থেকে হবে। যেসময় নারীর স্বাধীনতা বলে তেমন কিছুই ছিল না। শুধু সংসারের চার দেয়াল যাদের জগত ছিল। স্বামীর মন জুগিয়ে চলা আর সন্তানের দেখভাল করা ছাড়া তেমন কোনো কাজের জন্য নারীদের প্রাধান্য দেয়া হত না।
সেই সময়ের কথাই বলছি, ১৮৬৩ খ্রিস্টাব্দে বা ১২৭০ বঙ্গাব্দের কথা। উনিশ শতকে নারীদের জন্য প্রথম প্রকাশিত সাময়িক পত্রিকা ছিল ‘মাসিক পত্রিকা’। প্রকাশ করেছিলেন ডিরোজিওর দুই শিষ্য প্যারীচাঁদ মিত্র এবং রাধানাথ শিকদার ১৮৫৪ খ্রিস্টাব্দে ১৬ই আগস্ট তারিখে। এরপর উনিশ শতকের দ্বিতীয়ার্ধে নারীদের জন্য অনেক সাময়িক পত্রিকা হয়েছিল যেমন- ‘অবলাবান্ধব পত্রিকা’, ‘বঙ্গমহিলা’, ‘ বিনোদিনী’, ‘হিন্দুললনা’ ইত্যাদি। তবে সবচেয়ে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ ছিল ‘বামাবোধিনী পত্রিকা’।