তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বুধবার (২১ ডিসেম্বর) মৌলভীবাজারের চায়ের রাজধানী নামে খ্যাত চায়ের রাজ্য শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
স্থানীয়দের সূত্রে জানান, ডিসেম্বরের শুরু থেকেই শ্রীমঙ্গলে শীত বাড়তে শুরু করেছে। সকালে এবং রাতে কুয়াশায় ঢেকে যায় চারিপাশ। এসময় বেশ শীত অনুভূত হয়। আবার বেলা বাড়লে সূর্যের তাপ বাড়লে কিছুটা স্বস্তি মেলে।
শ্রীমঙ্গলের স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, চা বাগান বেষ্টিত এ উপজেলায় তীব্র শীত নেমেছে। সকালের দিকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে চারদিক। এসময় সড়ক পথে চলাচল করা যানবাহনগুলো দুর্ঘটনার ঝুঁকি এড়াতে গাড়ির হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করছে।
আবহাওয়া পর্যবেক্ষণাগার শ্রীমঙ্গলের আবহাওয়া সহকারী পরিচালক মো. আনিসুর রহমান বলেন, বুধবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, চলতি বছরের শীত মৌসুমে এটিই শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা। এরকম তাপমাত্রা আরও কয়েকদিন থাকতে পারে বলে ও তিনি জানান।