জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধি: ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, বিশ্বের বিভিন্ন দেশের সাথে মিল রেখে মুসলিম উম্মার সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আযহা( ৯ জুলাই) ইউরোপের দেশ স্পেনে অনুষ্ঠিত হয়। দীর্ঘ দু’বছর পর স্পেনের রাজধানী মাদ্রিদে বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসের কাসিনু মাঠে দুটি জামাতের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহার জামাত সম্পন্ন হয়।
প্রথম জামাত সকাল ৭:৩০ এবং দ্বিতীয় জামাত সকাল ৮:৩০ টায় অনুষ্ঠিত হয়, প্রথম নামাজে ইমামতি করেন বাইতুল মোকাররম জামে মসজিদের খতিব হাসান বিন আব্দুল্লাহ। এছাড়া বার্সেলোনা সহ স্পেনের বিভিন্ন মসজিদ এবং উন্মুক্ত মাঠে ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বোনেরা ঈদের জামাত আদায় করতে পেরে তারা অনেক আনন্দিত।
নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন, বাইতুল মোকাররম জামে মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, জামাল উদ্দিন মনির, মাহবুবুর রহমান ঝন্টু, গেটার সিলেট এসোসিয়েশনের সভাপতি আব্দুল মুজাক্কির, ভালিয়েনতে বাংলার সভাপতি ফজলে এলাহী, দুলাল সাফা, একরামুজ্জামান কিরণ, রাসেল দেওয়ান , স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি জহির ইসলাম, অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বকুল খান, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম আলম সহ মাদ্রিদ কমিনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।