দৃষ্টিশক্তি নেই, তবু কাজ করছেন সংবাদ উপস্থাপক হিসেবে। জর্ডানের দৃষ্টিহীন রশিদ আল রাবাবা প্রতিবন্ধীদের জন্য স্থাপন করেছেন এমনই এক উজ্জ্বল দৃষ্টান্ত। শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে ক্যামেরার সামনে নির্ভুলভাবেই সংবাদ পাঠ করছেন তিনি। নিজ দক্ষতায় এখন দেশটির জনপ্রিয় উপস্থাপক রশিদ আল রাবাবা। নিজের প্রতি আত্নবিশ্বাস ও অদম্য ইচ্ছায় জয় করেছেন অন্ধত্বকে। খবর টেলার রিপোর্টের।
মাধ্যমিকে পড়ার সময় রশিদ কাজ করেছেন স্কুল রেডিওতে। তখন থেকেই তার স্বপ্ন ছিল টেলিভিশনে কাজ করার। সময়ের সাথে আগ্রহ বাড়তে থাকে গণমাধ্যমে কাজের প্রতি। উচ্চ মাধ্যমিক শেষে মিডিয়া স্টাডিজ বিষয়ে ভর্তি হন বিশ্ববিদ্যালয়ে।
কিন্তু অনেকের কাছেই বিষয়টা স্বাভাবিক ছিল না। একজন দৃষ্টপ্রতিবন্ধী মিডিয়ায় কীভাবে কাজ করবে, এমন প্রশ্নও করতেন অনেকে। কিন্তু নিজের স্বপ্ন পূরণে অটল ছিলেন রশিদ। শেষ পর্যন্ত কাজের সুযোগ পান রয়া টিভিতে।
রশিদ বলেন, রয়া টিভি চ্যানেলকে ধন্যবাদ একজন প্রতিবন্ধীকে সুযোগ দেয়ার জন্য। প্রথম যেদিন আমার সংবাদ প্রচারিত হলো আমি খুব নার্ভাস ছিলাম। কারণ, হাজারো দর্শক আপনাকে দেখছে। ভুল শোধরানোর সুযোগ এখানে নেই বললেই চলে। নির্ভুল উপস্থাপনার মাধ্যমেই কেবল আপনি নিজেকে তুলে ধরতে পারেন।
নিয়োগের পরে সামনে আসে কিছু চ্যালেঞ্জ। কারণ দৃষ্টিহীনদের পড়ার পদ্ধতি ব্রেইল সিস্টেমে স্ক্রিপ্ট পড়া সময়সাপেক্ষ। সাধারণ উপস্থাপকের তুলনায় দ্বিগুণ সময় লাগতো সংবাদ কপি আয়ত্ত্ব করতে। কিন্তু নিজ প্রচেষ্টায় দ্রুতই সে সমস্যা কাটিয়ে উঠেন তিনি।
রয়া চ্যানেলের নিউজ ডিরেক্টর সাদ হাত্তার বলেন, কাজে যথেষ্ট দক্ষ তিনি। বেশ পরিশ্রমীও। নিজেকে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছেন। কণ্ঠস্বর শুনে ব্যক্তিকে শনাক্তের ক্ষমতাও প্রখর রশিদের।
নিজের দক্ষতা দিয়ে সামনে আরও এগিয়ে যেতে চান রশিদ বারাবা। যাতে দৃষ্টিহীনদের কাছে তিনি হতে পারেন অনুকরণীয় দৃষ্টান্ত।