এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৩নং নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাচ্চুকে দলের পদ থেকে অব্যহতি ও সাময়িক বহিস্কার করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক রোববার এ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হকের স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে যে, নিশানবাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু অনৈতিক কার্যকলাপ, ব্যাপক দুর্নীতি, উর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে অসাধাচরণ ও সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে জেলা ও উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত মেতাবেক তাকে অব্যহতি ও সাময়িক বহিস্কার করা হয়েছে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।