দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, নিরাপদ সড়ক নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার। তবে সড়ক নিরাপদ করতে শুধু চালক নয়, পথচারীদেরও সতর্ক থাকতে হবে।
‘মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ।’ এই শ্লোগানকে ধারণ করে এ বছর পালন করা হচ্ছে নিরাপদ সড়ক দিবস। সকালে এই আয়োজনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সড়ক অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। ঢাকার সঙ্গে সারা দেশের ইউনিয়ন পর্যন্ত যোগাযোগ অবকাঠামো নির্মাণে কাজ করা হচ্ছে।
দুর্ঘটনা ঘটলেই চালকের গায়ে হাত না তুলে, ঘটনার প্রকৃত কারণ বের করতে বলেন প্রধানমন্ত্রী। বলেন, সড়ক দুর্ঘটনায় পথচারীরাও অনেকাংশে দায়ী। এক পক্ষের ওপর দায় চাপালে কখনোই সমাধান আসবে না। এছাড়া দুর্ঘটনা ঘটলে উদ্ধার কাজে সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি।