সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য নগরী দুবাইয়ে হেলম্যাক ট্রাভেলের নতুন শাখার উদ্বোধন হয়েছে।
প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী জামিলুল কাইয়ুমের বাবা ফয়জুল বারী বার দুবাইয়ের আল মুসাল্লা অঞ্চলের আল ফাহিদি শপিং সেন্টারের বিপরীতে হেলম্যাক ট্রাভেলের নতুন শাখা উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন স্পাইস জেট দুবাই সেলস ম্যানেজার ভিনদ দেবদাস, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুবাই ও উত্তর আমিরাতের সেলস ম্যানেজার আব্দুর রাজ্জাক রেজা, এয়ার আরাবিয়ার উত্তর আমিরাতের ম্যানেজার আব্দুল্লাহ, জাজিরা এয়ারলাইনসের প্রতিনিধি দিপক, ইউএস বাংলা এয়ারলাইনসের প্রতিনিধি নাইমুল ইসলাম, প্রমুখ।
অতিথিরা বলেন, প্রবাসের মাটিতে কঠোর পরিশ্রমের পাশাপাশি সততা থাকলে যেকোনো ব্যবসায় সফল হওয়া যায়৷ প্রবাসীদেরকে চাকুরির পাশাপাশি ব্যবসায় মনোযোগী হওয়ারও আহ্বান জানান অতিথিরা৷
ট্রাভেলের সত্ত্বাধিকারী জামিলুল কাইয়ুম প্রবাসীদের সহযোগিতা ও দোয়া চেয়ে বলেন, “সংযুক্ত আরব আমিরাতে আমরাই একমাত্র (আয়েটা) অনুমোদিত বাংলাদেশী ট্রাভেল এজেন্সী। এতে করে প্রবাসীদের স্বল্প সার্ভিস চার্জের বিনিময়ে সেবা দিতে সক্ষম।
যোগাযোগঃ 052-1569443 / 04-5808890