প্রেমিকার জন্য মানুষ কত কিছুই না করে।
তেমনই কিছু একটা করতে গিয়ে চুরি করে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। প্রেমিকার জন্মদিনে বিশেষ কিছু উপহার দিতে চেয়েছিলেন ওই ব্যক্তি। এজন্য একটি উট চুরি করেন তিনি। শেষ পর্যন্ত এই যুগলকে গ্রেপ্তার করে পুলিশ।
আরব আমিরাতের দুবাইয়ে এমন ঘটনা ঘটেছে।
সেখানকার বুর দুবাই পুলিশ স্টেশনের পরিচালক ব্রিগেডিয়ার আব্দুল্লাহ খাদিম বলেছেন, উটটি তাদের খামারের কাছে পাওয়া গিয়েছিল পুলিশের কাছে এমন রিপোর্ট দায়ের করতে চেয়েছিল ওই যুগল।
কারণ তাদের ভয় ছিল যে তারা ধরা পড়ে যাবেন।
তিনি বলেন, জন্মানোর কয়েক ঘণ্টা পর একটি উটের বাচ্চা আর খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশ এমন একটি রিপোর্ট পায়। ঘটনাস্থলে একটি টিম পাঠায় পুলিশ।
কিন্তু সেখানে চোরের কোনও নিশানা খুঁজে পেতে ব্যর্থ হয় তারা।
Drop your comments: