বাংলা এক্সপ্রেস প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বাংলাদেশি অধ্যুষিত সোনাপুরে বাংলাদেশি মালিকানাধীন গোলাপ ট্রাভেল এন্ড ট্যুরিজম এজেন্সির উদ্বোধন হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) উদ্বোধন করেন বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল ইসলাম। এসময় তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশিরা আমিরাতে ব্যবসা বাণিজ্যে যথেষ্ট এগিয়ে রয়েছে। দ্রুত সময়ের মধ্যে আমিরাতের প্রতিটি এলাকায় বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে যা আমাদের জন্য আনন্দের বিষয়। এসময় তিনি গোলাপ ট্রাভেল এন্ড ট্যুরিজমের সফলতা কামনা করেন।
ট্রাভেলের সত্ত্বাধিকারী গোলাপ মিয়া ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনস্যুলেটের প্রথম সচিব মোজ্জাফর হোসেন, বিমান বাংলাদেশের দুবাইয়ের ম্যানেজার সজল কান্তি বড়ুয়া, জনতা ব্যাংকের দুবাই শাখার ম্যানেজার আব্দুল মালেক, ডানাটার আব্দুর রাজ্জাক রেজা, ইউএস বাংলার মোহাম্মদ নাইমুল ইসলাম, ইয়াকুব সৈনিক, শরাফত আলী, মোস্তাফা মাহমুদ প্রমুখ।