মুরগি ও গরুর মাংসের থেকে পেঁয়াজের দাম বেশি হওয়ায় দুবাই থেকে লাগেজ ভর্তি করে পেঁয়াজ নিয়ে গেলেন ফিলিপাইনের এক তরুণী। তার নাম জাজে। খবর খালিজ টাইমস’র।
পেঁয়াজ নিয়ে দেশে ফেরার পর জাজে তার বন্ধুদেরকে এই পেঁয়াজ-রসুন উপহার হিসেবে দেয়ায় তার বন্ধুরা অনেক খুশি হয়েছেন। তারা এটাকে চকলেট হিসেবেই গ্রহণ করেছে।
জাজে নিজে এটাকে ভ্রমণ শেষে বন্ধুদের জন্য শ্রেষ্ঠ উপহার হিসেবে আখ্যা দিয়েছেন। ডিসেম্বরে তিনি দুবাই বেড়াতে গিয়েছিলেন এবং সাথে করে ১০ কেজি পেঁয়াজ নিয়ে আসেন বন্ধুদের উপহার দেয়ার জন্য।
খালিজ টাইমসকে জাজে বলেন, আমি আমার বন্ধু এবং আত্মীয়দেরকে বলেছি আমি তোমাদের জন্য শুধু পেঁয়াজ এবং রসুন নিয়ে এসেছি কারণ আমি অন্য কিছু কেনার সুযোগ পাইনি। এই উপহার পেয়ে অনেক খুশি হয়েছে তারা। কারণ ফিলিপাইনে পেঁয়াজ রসুনের দাম অনেক বেশি, এবং বিনামূল্যে এমন দামি উপহার পেয়ে আনন্দে আত্মহারা।
জাজে আরও বলেন, আমি দুবাইয়ের এক সুপার শপ থেকে প্রতি কেজি পেঁয়াজ কিনেছি মাত্র ২ দিরহাম (বাংলাদেশি ৫৭ টাকা) দিয়ে।
উল্লেখ্য, ফিলিপাইনে প্রতি কেজি পেঁয়াজ-রসুনের মূল্য ৬০০ পেসো (বাংলাদেশি মুদ্রায় ১১৫০ টাকা) দরে বিক্রি হচ্ছে।