বাংলা এক্সপ্রেস প্রতিবেদকঃ করোনার উপদ্রবের কারণে দীর্ঘ ১৫ মাস পর ২৪ জুন বৃহস্পতিবার থেকে পুনরায় চালু হলো দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১ এর কার্যক্রম।
করোনার সংক্রমণ প্রতিরোধে ২০২০ সালের ২৫ মার্চ বন্ধ হয়েছিল বিশ্বের অন্যতম ব্যাস্ততম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল এক এর কার্যক্রম। সেসময় অনির্দিষ্টকালের জন্য টার্মিনাল এক এ ফ্লাইট ওঠানামা স্থগিত করা হয়েছিল।
এদিকে ২০ জুন বিজ্ঞপ্তিতে দুবাইয়ের যাত্রীদের জানায় ২৪ জুন থেকে বাংলাদেশ বিমানের সকল ফ্লাইট দুবাই বিমানবন্দরের টার্মিনাল ১ থেকে আসা যাওয়া করবে। পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত টার্মিনাল ১ থেকে বাংলাদেশ বিমানের সব ফ্লাইট পরিচালনা করবে।
উল্লেখ্য, আমিরাত থেকে বাংলাদেশে যাওয়া গেলেও বাংলাদেশ থেকে আমিরাতে প্রবেশের ফ্লাইট এখনও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। শুধু মাত্র আমিরাতের নাগরিক, কূটনীতিক মিশনরা শর্ত সাপেক্ষে আমিরাতে প্রবেশ করার অনুমতি রয়েছে।