ভারতের রাজধানী দিল্লিতে মিউনিসিপ্যাল নির্বাচনে অর্ধেকের বেশি আসন জেতার পথে রয়েছে আম আদমি পার্টি। সেখানে পিছিয়ে রয়েছে বিজেপি এবং শোচনীয় অবস্থায় রয়েছে কংগ্রেস।
দিল্লিতে মোট আসন ২৫০টি। তার মধ্যে আম আদমি পার্টি ১২৬টিতে এগিয়ে রয়েছে; অন্যদিকে বিজেপি এগিয়ে রয়েছে ৯৭টিতে এবং কংগ্রেস মাত্র আটটিতে। খবর এনডিটিভির।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান বলেছেন, বিজেপির ঘৃণার রাজনীতি প্রত্যাখ্যান করেছেন মানুষ। তারই প্রমাণ দিল্লি নগরনিগমের ফলাফল।
দিল্লি পুরনিগম হাতে চলে আসার আভাসে আপের দপ্তরে সমর্থকদের ভিড় বাড়ছে। সেখানে বাজছে ঢাক, ঢোল; ফাটছে বাজি। চত্বর জুড়ে উৎসবের মেজাজ।
আপ এমপি রাঘব চাড্ডা বলেছেন, দিল্লির রণাঙ্গনে ছোট দল আম আদমি পার্টি বিশ্বের সবচেয়ে বড় দল বিজেপিকে হারিয়ে দিচ্ছে। এটা থেকে একটা বার্তা স্পষ্ট, মানুষ বিজেপিকে চাইছে না।