দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি) ঢাকা মেট্রোর প্রথম ব্যাচের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে।
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে একথা নিশ্চিত করে বলা হয়- ডিএমআরসি’র নির্বাহী পরিচালক (কর্পোরেট কমিউনিকেশনস) অনুজ দয়াল বলেছেন, “শাস্ত্রী পার্ক ডিপোতে অবস্থিত দিল্লি মেট্রো রেল একাডেমি (ডিএমআরএ) নামের নিজেদের প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ঢাকা মেট্রোর স্টেশন কন্ট্রোলার এবং ট্রেন অপারেটর সহ প্রথম ব্যাচের অপারেশন ও রক্ষণাবেক্ষণ কর্মী এবং কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরুর মাধ্যমে কর্পোরেশন এক ঐতিহাসিক মাইলফলকে পৌঁছেছে।”
অক্টোবরের ১৪ তারিখ থেকে প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে এবং একটি চুক্তির মাধ্যমে মোট ১৬৩ জন কর্মকর্তাকে ক্ষেত্র বিশেষে ২৪ থেকে শুরু করে ১৫৬ দিন পর্যন্ত প্রশিক্ষণ দেয়া হবে বলেও দয়াল জানিয়েছেন।
উল্লেখ্য, ডিএমআরসি ২০০২ সালে হংকং শহরে মেট্রো পরিষেবা উদ্বোধনের আগে প্রশিক্ষণের জন্য প্রথম ব্যাচের কর্মকর্তাদের এবং অন্যান্য কর্মীদের সেখানে পাঠিয়েছিল। আর, আগামী বছর ঢাকা মেট্রো রেল চালু হওয়ার কথা রয়েছে।