
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা শ্যামা সুন্দরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (১৯ মে) বিকালে উক্ত বিদ্যালয়ের মাঠে এডহক কমিটির সভাপতি মোঃ জানে আলম জিকুর সভাপতিত্বে ও অভিভাবক সদস্য শাহাদাত হোসেন চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক্স সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোঃ জামাল উদ্দিন, উক্ত ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাজাহান বাদশা, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর সাবেক চেয়ারম্যান এডভোকেট মোঃ রিদুয়ান গণি প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ মাদার্শা শ্যামা সুন্দরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লোকমান।
পরে স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।