দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাপোসার আইপ্যাড চুরি হয়ে গেছে। মঙ্গলবার কেপটাউনের ট্রান্সনেট ন্যাশনাল পোর্ট অথরিটিতে এক সভায় বক্তব্য দিতে মঞ্চে উঠে তিনি আইপ্যাড চুরি হয়ে যাওয়ার বিষয়টি বুঝতে পারেন।
রাষ্ট্রপতি সিরিল রামাপোসা বক্তব্য দেয়ার জন্য মঞ্চে উঠে আইপ্যাড খুঁজে না পেয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেন এবং বলতে থাকেন- প্লিজ তোমরা আমার আইপ্যাডটি দিয়ে দাও। বেশ কয়েকবার রাষ্ট্রপতি উপস্থিত জনগণের উদ্দেশে এ কথা বলার পরও কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি বুঝতে পারেন তার আইপ্যাডটি চুরি হয়ে গেছে।
এ সময় রাষ্ট্রপতি অনুরোধ করে বলেন, আমার আইপ্যাড সবসময়ই আমার সঙ্গে থাকে। আমার সব তথ্য-উপাত্ত আইপ্যাডে সংরক্ষিত থাকে, আমি এটি দেখে দেখে বক্তব্য রাখি। কেউ ভুলবশত আমার আইপ্যাড নিয়ে থাকলে দয়া করে দিয়ে দাও।
দীর্ঘ সময় রাষ্ট্রপতি নিজে এভাবে অনুরোধ করার পরও উপস্থিত কেউ কথা রাখেনি। পরে রাষ্ট্রপতি সিরিল রামাপোসা বক্তব্য না রেখে বসে পড়েন।