আগামী বছর তৃতীয় বিয়ে করছেন বরিস জনসন। কনে প্রেমিকা ক্যারি সিমন্ডস। রোববার ব্রিটেনের একটি পত্রিকায় প্রকাশিত হয় এ তথ্য।
রয়টার্স বলছে, আগামী বছর ৩০ জুলাই দিনটিকে লক্ষ্য করে পরিবার ও বন্ধুদের বিয়ের আমন্ত্রণ পাঠানো হয়েছে। তবে কোথায় হতে যাচ্ছে বিয়ের আয়োজন, গোপন রাখা হয়েছে সে তথ্য।
গত বছর ফেব্রুয়ারিতে বিয়ের ঘোষণা দিয়ে বাগদান শেষ করে যুগলটি। সিমন্ডসকে বিয়ে করলে এটা হবে বরিসের তৃতীয় বিয়ে। ২০১৯ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে একই ছাদের নিচে থাকছেন ৫৬ বছর বয়সী বরিস ও সঙ্গী ৩৩ বছরের সিমন্ডস। নিকোলাস জনসন নামে তাদের একটি ছেলে সন্তানও আছে।
এর আগে ম্যারিনা হুইলারকে বিয়ে করেছিলেন ব্রিটিশ এ প্রধানমন্ত্রী। ২০১৮ সালে বিচ্ছেদ ঘটে সে সম্পর্কের।
Drop your comments: