আবারও তাইওয়ানের আকাশসীমায় অনুপ্রবেশ করেছে চীনা যুদ্ধবিমান। এ অভিযোগ জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অনুমতি ছাড়াই চীনের ১৬টি অত্যাধুনিক জঙ্গিবিমান দক্ষিণ-পশ্চিম উপকূল থেকে তাইওয়ানের আকাশে প্রবেশ করে। এ ঘটনায় তাইওয়ানের ওই অঞ্চলে নতুন করে রেডিও সতর্কতা জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি জোরদার করা হয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও।
এর আগে, পরপর দুবার তাইওয়ানের আকাশসীমায় শতাধিক চীনা বিমান মহড়া চালায়। তবে আকাশসীমা লঙ্ঘন থেকে শুরু করে চীন একাধিক সামরিক প্রদর্শনী চালালেও দেশটির সাথে অস্ত্র প্রতিযোগিতায় নামতে চায় না বলে জানিয়েছে তাইপে।
Drop your comments: