ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগ।
রোববার (২৯ মে) সকালে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করে ছাত্রলীগ। মানববন্ধনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা অংশ নেন।
এসময় নেতাকর্মীরা বলেন, ছাত্রদল ক্যাম্পাসে প্রবেশ করে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তবে সাধারণ ছাত্ররা তাদের সেই আশায় পানি ঢেলে দিয়েছে। তাদের ক্যাম্পাসে ঢুকতে দেয়নি। নিরাপদ ক্যাম্পাসে ছাত্রদলের হামলার প্রতিবাদে এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ একাত্মতা প্রকাশ করছে বলেও মন্তব্য করেন তারা।
Drop your comments: