ড. ইউনূসের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে সুপ্রিম কোর্টের ৩০১ আইনজীবী। স্বাক্ষরকারীরা বিএনপি ও সমমনা আইনজীবী সংগঠনের সদস্য।
বিবৃতিতে ড. ইউনূসের পক্ষ নিয়ে তার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও নীপিড়নমূলক ব্যবস্থা বন্ধের দাবি জানানো হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে জানান ইউনাইটেড লইইয়ার্স ফ্রন্টের সহ-আহবায়ক সুব্রত চৌধুরী।
পরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে সুব্রত চৌধুরী বলেন, ডিএজি এমরানের মতো বিবেকমান আইনজীবীদের মত প্রকাশে বাধা দিচ্ছে সরকার। ডিএজি এমরানের বিষয়ে সরকার যে পদক্ষেপ নেয়ার কথা বলছে, তা অত্যন্ত দুঃখজনক।
তিনি আরও বলেন, এমরানের নেমপ্লেট তুলে ফেলার ঘটনা প্রমাণ করে, রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল অফিস দলবাজিতে রূপান্তরিত হয়েছে।
Drop your comments: