মোহাম্মদ মিলন আকতার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ চাল, ডাল, জ্বালানি তেলসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি এবং ১৫ ও২১ আগস্টে গ্রেনেড হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের রুহিয়া থানা শাখা।
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা এলাকায় একই স্থানে বিএনপি ও স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান, গত সোমবার ( ২৯ শে আগস্ট ) সন্ধ্যায় এ আদেশ জারি করেন। জনস্বার্থে এই আদেশে বলা হয়েছে, আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত রুহিয়া বাজারের আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে।
আদেশে বলা হয়, থানা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি করতে বিএনপি অফিস এলাকায় এবং একই সময় ওই স্থানে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা করার অনুমতি চাওয়া হয়েছে। ওই এলাকায় একই সময়ে দুইটি রাজনৈতিক সংগঠন কর্মসূচি করার অনুমতি চাওয়ায় কাউকে অনুমতি দেয়া হয়নি।
দুই রাজনৈতিক সংগঠন কর্মসূচির প্রস্তুতি নেয়ার খবর পাওয়ায় জননিরাপত্তার স্বার্থে আজ সোমবার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন,আগামীকাল মঙ্গলবার কোনধরনের নামে কাউকে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। এজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে ।