মোহাম্মদ মিলন আকতার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: দেশব্যাপী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে ঠাকুরগাঁও বিএনপির সকল নেতাকর্মীরা।
জেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার (৮ জুন) সকালে সার্কিট হাউসের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় নেসকো নির্বাহী প্রকৌশলীর কার্যালয় বিক্রয় ও বিতরণ বিভাগ বিদ্যুৎ অফিসকে ঘেরাও করেন তারা।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমান সরকার ভোট চোর সরকার, দেশে প্রচন্ড তাপদাহে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং জনজীবন মারাত্মক দুর্ভোগের সম্মুখীন হয়েছে। বিদ্যুৎ খাতে দুর্নীতি করার কারণে আজকে বিদ্যুৎ খাতে এই অবস্থা।
বক্তারা আরো বলেন, দেশের জনগণ তো বিদ্যুৎ বিল দিয়েছে তাহলে কয়লার বিল বকেয়া থাকবে কেন? এই সরকার দেশের কৃষি ক্ষেত্রকে ধ্বংস করেছে, দেশের অর্থনীতি ব্যবস্থাকে পঙ্গু করেছে, গনতন্ত্রকে ধ্বংস করেছে। দেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে তারা নিজের শহর বানিয়েছে।
বিদ্যুতের অসহনীয় এ অবস্থা থাকলে কঠোর থেকে কঠোরতম অবস্থান কর্মসূচি নেওয়া হবে বলে জানান দলটির নেতাকর্মীরা।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ, জেলা যুবদলের সভাপতি মহাবুল্লাহ আবু নূর চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুজ্জামান নুরু, জেলা মহিলা দলের সভাপতি ফরহাতুন নাহার প্যারিস।
এছাড়াও জেলার ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবী দলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অবস্থান কর্মসূচির শেষে জেলা নেসকো বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুনুর রশীদের হাতে স্মারক লিপি প্রদান করেন বিএনপির নেতারা।