তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর কেছুলুটি এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ৮ টায় দিকে ৩১০ আউটার সিগনালের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির এস আই আব্দুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর কালনি এক্সপ্রেসের নিচে পরে ওই ব্যক্তির মৃত্যু হয়। তার বয়স আনুমানিক ৪৫ বছর কিন্তু তার পরিচয় এখন ও পাওয়া যায়নি।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সেলিম উজ্জামান বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হবে। এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেন।
Drop your comments: