সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত টেকনাফ উপজেলার প্রবাসীদের একতা ও উন্নয়নে অঙ্গীকারবদ্ধ সামাজিক সংগঠন ‘টেকনাফ সমিতি ইউএই’র ২০২২-২০২৩ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত ২৬ নভেম্বর (শুক্রবার) শারজাহ হুদাইবিয়া রেস্টুরেন্টের হল রুমে বার্ষিক কর্মশালা ও মতবিনিময় সভায় ড. মাওলানা আব্দুস সালামকে সভাপতি ও মুহাম্মদ শাহ জাহানকে সাধারণ সম্পাদক করা হয়।
কমিটির উপদেষ্টা পরিষদ সদস্য হিসেবে আছেন জাফর আমির, মাও. মুহাম্মদ লোকমান, আব্দুর রহিম, ছৈয়দ আলম (পুলিশ আলম), নুর আহমদ, নুরুল আলম। জ্যেষ্ঠ সহ-সভাপতি আলী হোছাইন, সহ-সভাপতি রাশেদ উল্লাহ, সহ-সেক্রেটারি নবী হোছাইন, সাংগঠনিক সম্পাদক ছৈয়দ আকবর, অর্থ সম্পাদক মুহাম্মদ ইদ্রিস, প্রচার সম্পাদক মাও. আজিজ উল্লাহ এবং নির্বাহী সদস্য হিসেবে আছেন হোছাইন বাদশা, মুহাম্মদ খোরশেদ ও খালেদ নাসের।
পরিকল্পনা পরিষদ উপ-সদস্য হিসেবে আছেন মুহাম্মদ ইদ্রিস, মুহাম্মদ আলম চৌং, হোছাইন সুলতান, হাফেজ নুরুল হোছাইন, মুহাম্মদ তৈয়ব, হাছান গুরা মিয়া, কামাল হোছাইন, আব্দুল আজিজ আহমদী, মুছা জাফর, হোছাইন আহমদ, তাহের কবির, সাইফুল ইসলাম, মুহিব উল্লাহ প্রমুখ।