টিকেট নিয়ে নানা ধরনের জটিলতায় পড়তে হচ্ছে প্রবাসীদের। সকালে মতিঝিল বিমান অফিসের সামনে ভিড় করে প্রবাসী যাত্রীরা।
তারা অভিযোগ করেন, যাদের ৬ মাসের টিকেটের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের টিকেট আবার করোনা মহামারিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর মধ্যপ্রাচ্যের দেশগুলোর রুট খোলা হয়েছে। তাই কর্মস্থলে ফিরতে মরিয়া এসব মানুষ, টিকেটের জন্য বাংলাদেশ বিমান অফিসে ভিড় করছেন প্রতিদিন। অনেকে লাইনে দাঁড়ান ভোর থেকে।
কিন্তু মধ্যপ্রাচ্যে যাওয়ার কোন টিকেট নেই বলে ফিরিয়ে দেয়া হচ্ছে সবাইকে। টিকিট প্রত্যাশীদের অভিযোগ, দালাল কিংবা ট্র্যাভেল এজেন্সিতে বাড়তি টাকা দিলেই মিলছে কাঙ্খিত টিকেট।
উৎসঃ যমুনা টেলিভিশন
Drop your comments: