সৌদি আরব প্রবাসীদের টিকিট বিক্রিতে বিশৃঙ্খলার জেরে রাজধানীর সোনারগাঁ হোটেলের সামনে প্রধান সড়ক অবরোধ করেছে টিকিট প্রত্যাশীরা।
শনিবার সকাল পৌঁনে দশটার দিকে রাস্তা বন্ধ করে কারওয়ান বাজার এলাকায় সোনারগাঁ মোড়ে অবস্থান নেয় তারা। এর আগে সকাল আটটা নাগাদ কারওয়ান বাজারের হোটেল সোনারগাঁয়ে সৌদি এয়ারলাইন্স কার্যালয়ে তৃতীয় দিনের মত টিকিট বিক্রি শুরু করেছে।
পূর্ব নির্ধারিত ৩৫০টির বাইরে আরো ২শ টিকিট বেশি দেয়া হবে বলে জানিয়েছে সৌদি এয়ারলাইন্স।
তবে এর বাইরে কয়েক হাজার সৌদি প্রবাসী টিকেটের জন্য ভীড় করছেন অফিসের সামনে।
একপর্যায়ে বিক্ষুব্ধ টিকিট প্রত্যাশীরা আটকে দেয় সড়ক। বন্ধ রয়েছে এই এলাকায় যান চলাচল। বিপাকে পড়েন অফিসগামী যাত্রীরা।
Drop your comments: