অনলাইনে বিমানে টিকেট থাকে না। অথচ বিমানে উঠলে দেখা যায় অনেক সিট খালি। কেন সিট ফাঁকা থাকছে, এর জন্য দায়ী কারা, এতে কারা লাভবান হচ্ছে, এ বিষয়গুলো খুঁজে বের করতে হবে।
মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্টেকহোল্ডারদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই ও উত্তর আমিরাতের রিজিওনাল ম্যানেজার সাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমিরাতে আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।
সভায় শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিমান এ্যাথিক্স কমিটির মহাব্যবস্থাপক শাকিল মেরাজ। এতে রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নৈশভোজের আয়োজনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।