করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ আগামী ২৬ ফেব্রুয়ারির পর থেকে বন্ধ করে দিচ্ছে সরকার- এমন খবরে দেশের কয়েকটি টিকা কেন্দ্রে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। এই গুজবে প্রভাবিত হয়ে টিকা কেন্দ্রে ভিড় করছেন বহু মানুষ।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকেই সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছিল মানুষের চাপ। টিকা নিতে যাওয়া বেশিরভাগই পোশাক শ্রমিক। প্রচণ্ড ভিড়ে এবং হুড়োহুড়িতে আহত হন বেশ কয়েকজন। চরম অব্যবস্থাপনা আর বিশৃঙ্খলার মধ্যেই দেয়া হয় ভ্যাকসিন।
একই চিত্র বন্দরনগরী চট্টগ্রামেও। সিটি করপোরেশন জেনারেল হাসপাতাল কেন্দ্রে টিকা নিতে আসা মানুষের লাইন হাসপাতাল গেট ছাড়িয়ে নিউ মার্কেট পর্যন্ত পৌঁছে যায়। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরীর অন্য কেন্দ্রগুলোতে ছিল প্রচণ্ড ভিড়। ২৬ ফেব্রুয়ারির পর টিকার প্রথম ডোজ বন্ধের খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।