স্টাফ রিপোর্টারঃ মামলার বাদীর টাকা প্রদান ছাড়া আসামি না ধরার অভিযোগ উঠেছে সোনারগাঁ থানার আওতাধীন তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেনের বিরুদ্ধে।
গত ৫ নভেম্বর সকালে এসআই মোশাররফ হোসেন উপজেলার সাদীপুর ইউনিয়নের পিংগিলা গ্রামের জাহেদ আলীর ছেলে মোফাজ্জলকে (৩৫) একটি অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোফাজ্জলের নাম অভিযোগপত্রে না থাকার কারণে পুনরায় নতুন করে কম্পিউটারের দোকানে অবস্থান করে তার নাম লিপিবদ্ধ করে।
তালতলা তদন্ত কেন্দ্রে অভিযোগপত্র করা হায়দার আলী নামের একজনের সঙ্গে কথা হলে জানা যায়, অভিযোগ করার পর থেকে আসামি গ্রেফতার করা আগ পর্যন্ত বিভিন্ন ধাপে এসআই মোশাররফ হোসেনের নিকট তার ১৬ হাজার টাকা দিতে হয়েছে । ভুক্তভোগী হায়দার আলী সাদিপুর ইউনিয়নের পিংগিলা গ্রামের আমির হোসেনের ছেলে।
এ বিষয়ে উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, এগুলো সব মিথ্যা কথা। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি যদি সত্যি করে থাকি তাহলে আমার এখনি মরন হবে। আপনি চাইলে খোঁজ নিতে পারেন, আমি এইসব করি কিনা।
সোনারগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে। তথ্য প্রমাণ পাওয়া গেলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।