ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে প্রার্থী পরিবর্তন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বজলুল হক হারুনকে বাদ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে দলটি।
আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্রও জমা দিয়েছেন সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমর।
এই প্রসঙ্গে তিনি বলেন, গত ১৭ বছর ধরে এলাকায় কোনো কাজ করতে পারিনি। এলাকাবাসীর কাছে অনেক দায়বদ্ধতা আছে সেই জায়গা থেকেই নির্বাচনে যাওয়া। আর ভালো অপশন রেখে আমি কেনো স্বতন্ত্র প্রার্থী হব? আমি নির্বাচনে যেতে চাই, যে মার্কায়-ই হোক। আওয়ামী লীগ যখন নৌকার মনোনয়নের প্রস্তাব করেছে, সেখানে আর প্রশ্ন কিসের? আমি স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করছি। আমি মনে করি ২০১৪ সালে বিএনপির নির্বাচনে যাওয়া উচিত ছিল। এবারও যাওয়া উচিত। তবে, এখনও খালেদা জিয়ার মুক্তি চান বলে তিনি উল্লেখ করেন।