
বাসুদেব বিশ্বাস, বান্দরবান: জুলাই শহীদ মেমোরিয়াল প্লান্টেশন উপলক্ষ্যে বান্দরবানে বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বালাঘাটাস্থ বান্দরবান সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপন করে বৃক্ষ রোপনের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।
অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. সেলিম উদ্দিন, বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান, সদর রেঞ্জ কর্মকর্তা মো. শামসুল হক, স্টেশন কর্মকর্তা মো. রাফি-উল-দৌলা সরদার, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপার ভাইজার মো. জাহাঙ্গীর আলম, সদর উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ হাসান সহ প্রমুখ।
এসময় জেলা প্রশাসক শামীম আরা রিনি সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং মসজিদের বিভিন্ন আসবাবপত্র সামগ্রী প্রদানের আশ্বাস প্রদান করেন।
এসময় আয়োজকেরা জানান জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বান্দরবান সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গনে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করা হবে।