![InShot_20230917_185559250](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/09/InShot_20230917_185559250-scaled.jpg)
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট শহরের রেল রোডে দেয়াল কেটে প্রনব জুয়েলার্সের কোটি মূল্যের ৯০ ভরি স্বর্ণালংকার চুরি ঘটনায় জড়িত নান্না মিয়া ওরফে নান্না খান (৪০) নামে এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
বাগেরহাট থানা পুলিশ রবিবার ভোর রাতে খুলনার রূপসা উপজেলার রহিমনগর এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণচোর নান্না মিয়াকে গ্রেফতার করে। এসময়ে প্রনব জুয়েলার্স থেকে চুরি করা ৯০ ভরি স্বর্ণালংকারের মধ্যে একটি গলার হার, এক জোড়া কানের দুল, ২টি আংটি, ২টি ঝুমকা, একটি চেইনসহ স্বর্ণের দোকান চুরিকাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক রবিবার বিকালে পুলিশ অফিসে প্রেস ব্রিফিংয়ে এতথ্য নিশ্চিত করে জানান, গত ২৫ আগষ্ট রাতে একদল চোর বাগেরহাট শহরের রেল রোডে দেয়াল কেটে প্রনব জুয়েলার্সের কোটি মূল্যের ৯০ ভরি স্বর্ণালংকার চুরি করে। এঘটনার পর পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে মুখে মাস্ক পরিহিত করেকজন চোরকে চিহ্নিত করা হয়। বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের হারেজ খান ওরফে হাফেজ খানের ছেলে নান্না মিয়া ওরফে নান্না খানকে প্রনব জুয়েলার্সে চিিরর ঘটনায় সনাক্ত করা হলেও পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যাচ্ছিলনা। রবিবার ভোর রাতে খুলনার রূপসা উপজেলার রহিমনগর এলাকায় তার অবস্থান নিশ্চিত হয়ে বাগেরহাট পুলিশ অভিযান চালিয়ে প্রনব জুয়েলার্সের প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকারসহ নান্না মিয়াকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নান্না মিয়া প্রনব জুয়েলার্সের চুরির ঘটনার নিজে জড়িত থাকাসহ অপর সহযোগীদের নাম-পরিচয়ও প্রকাশ করেছে। গ্রেফতারকৃত নান্না মিয়ার নামে বিভিন্ন থানায় একধিক মামলা রয়েছে। প্রনব জুয়েলার্সের কোটি মূল্যের স্বর্ণচোর নান্না মিয়ার দেয়া তথ্যমতে তার অপর সহযোগীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলেও জানান পুলিশ সুপার।