লাবিব হাসান, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা ৬ টি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে জীববৈচিত্র্য রক্ষায় থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করা হয়। উক্ত মানববন্ধনে স্থানীয় প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এনিম্যাল লাভার্স অব পটুয়াখালী, বিডি ক্লিন গলাচিপা, অভিযাত্রিক ফাউন্ডেশন গলাচিপা, প্রগতি ফাউন্ডেশন গলাচিপা, রেড ক্রিসেন্ট গলাচিপা এবং উপজেলার বিভিন্ন সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে একাত্মতা জানিয়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গলাচিপা পটুয়াখালী জনাব মহিউদ্দিন আল হেলাল মহোদয়, ওসি গলাচিপা থানা, রেঞ্জ অফিসার গলাচিপা বন বিভাগ, সভাপতি গলাচিপা প্রেস ক্লাব, ভেটেরিনারি অফিসার গলাচিপা প্রাণিসম্পদ অধিদপ্তর।
গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মহোদয় জানান জীববৈচিত্র্য রক্ষায় সকল কাজে উপজেলা প্রশাসন পাশে থাকবেন, সামনে নির্বাচন গলাচিপাবাসী সহ সারাদেশের সকল কে আতসবাজি সহ আইন বহির্ভূত সকল কাজ কে থার্টিফার্স্ট নাইট উপলক্ষে নিরুৎসাহিত করেছেন এবং গলাচিপা পৌরসভার ভিতর কোথাও আতসবাজি ফোটালে উপজেলা প্রশাসন কে জানানোর জন্য অনুরোধ করেছেন।
উক্ত মানববন্ধনে ওসি গলাচিপা জানান থার্টি ফার্স্ট নাইটে আতশবাজির জন্য বাচ্চাদের বিভিন্ন সমস্যা হয়ে থাকে, এবং সামনে নির্বাচন উপলক্ষে সবাইকে আতশবাজি না ফুটানোর জন্য অনুরোধ করেন এবং কোথাও আতসবাজি ফুটালে তাদের কে জানানোর জন্য অনুরোধ করেন।
স্থানীয় প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এনিম্যাল লাভার্স অব পটুয়াখালী এর গলাচিপা শাখার টিম লিডার সোহেল হোসেন রাসেল জানান থার্টি ফার্স্ট নাইটে আতসবাজির বিকট শব্দে মানুষ সহ বিভিন্ন পোষাপ্রাণী এবং পাখি,রাস্তার কুকুর বিড়ালের জীবন হুমকি স্বরুপ। আতসবাজির কারণে ৩ ধরনের দুষন হয় শব্দ দুষন, বায়ু দুষন এবং পরিবেশ দুষন। এছাড়াও আতশবাজির কারণে বিগত বছর গুলোতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে শত শত পাখি মারা যেতে দেখা গেছে, ২০২২ সালে আতসবাজির শব্দের ভয়ে দেশে মানুষের বাসার ভিতর এবং আকাশে পাখি ছোটাছুটি করতে দেখা গেছে। রাস্তার কুকুর বিড়াল সহ পোষা প্রাণী ভয়ে ছোটাছুটি করতে দেখা গেছে। এছাড়াও শব্দবাজি বৃদ্ধ মানুষ, বাচ্চা সহ হৃদরোগীদের জীবনের হুমকির মুখে পরে। এমন কি ২০২২ সালে হৃদরোগে আক্রান্ত ৪ মাসের শিশু উমায়ের মৃত্যুবরণ করেন। আতসবাজির ১০২ ডেসিবল মাত্রার শব্দদুষনে কোন শিশু ১০ মিনিট থাকলে সে স্থায়ীভাবে বধির হয়ে যেতে পারে। এছাড়াও গতবছর আতশবাজির জন্য শব্দদুষন ১১৩ ভাগ বেশি ছিলো, বায়ুমান ছিলো ৫০০ একিউআই পর্যন্ত যা মানুষের সহ্যগুণের চেয়ে ৯ গুন বেশি।
আমরা গলাচিপা উপজেলা এবং পটুয়াখালী জেলা সহ সারাদেশে জীববৈচিত্র্য রক্ষায় আতশবাজি নিষিদ্ধের দাবি জানাই।