পাহাড়ি ঢলে আসা কাঠ ও পাথর কুড়াতে গিয়ে সিলেটের জাফলংয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কালা মিয়া (৪০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি গোয়াইনঘাট থানাধীনজাফলংয়ের নয়াবস্তি এলাকার বাসিন্দা।
শনিবার (২৩ মে) বেলা ১২টার দিকে জাফলংয়ের ডাউকি সেতুর কাছে এ ঘটনা ঘটে।
সিলেটের গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ বলেন, নিহত কালা মিয়া একজন শ্রমিক। পাহাড়ি ঢলে আসে লাকড়ি ও পাথর কুড়াতে গিয়ে বিএসএফের সদস্যরা অনুপ্রবেশের দায়ে তাকে গুলি করে। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এছাড়াও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Drop your comments: