জাপানের একাধিক পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী ইয়ুকি তাকেওচি (৪০) আত্মহত্যা করেছেন। দুই সন্তানের জননী এ অভিনেত্রীর মরদেহ রোববার তার নিজ বাসা থেকে উদ্ধার করা হয়। খবর জাপান টাইমস’র।
খবরে বলা হয়, তাকেওচি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। রোববার সকালে ওই অভিনেত্রীকে তার স্বামী তাইকি নাকাবায়াশি গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
জাপানের প্রথম সারির তারকা ছিলেন তিনি। জনপ্রিয় এ অভিনেত্রী অনেক সিনেমা ও টিভি সিরিজে কাজ করেছেন। নারী গোয়েন্দা নিয়ে এইচবিওর আলোচিত সিরিজ ‘মিস শার্লক’-এর নাম ভূমিকায় ছিলেন তাকেওচি।
Drop your comments: