আজিজুর রহমান দুলালঃ আজ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং দুইজন যুবকের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ১,২০,০০০/- (এক লক্ষ বিশ) হাজার টাকা যুব ঋনের চেক বিতরন করা হয়।
এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো.রাশেদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুল না থাকায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ।
উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার ১৫ই আগষ্ঠের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন,বন কর্মকর্তা মোঃ লিটন শেখের বাড়ী গোপালগন্জের
টুঙ্গিপাড়ায় হওয়ায় তিনি বাস্তব সম্মত কিছু কথা তুলে ধরেন। আরো বক্তব্য রাখেন সমাজ সেবা অফিসার বজলুর রসিদ,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ এ,কে,এম আসজাদ হোসেন ,মৎস কর্মকর্তা সুমন লাল দেবনাথ, অনুষ্ঠানটি পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আওয়াল আকন।
অনুষ্ঠান শেষে যুব উন্নয়ন অফিসার কাজী দেলোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ এবং উপজেলা নির্বাহী অফিসার মো.রাশেদুর রহমানের মাধ্যমে যুব সদস্য মোঃ সাইফুল্লাহকে মৎস্য চাষ বাবদ ৬০০০০/- এবং মোঃ আনিচ খানকে পোল্ট্রি খামার করার জন্য ৬০০০০/-টাকার চেক প্রদান করেন।