আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুর্গম ও দ্বীপাঞ্চল ছাড়া যেসব জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভালো, সেসব এলাকায় ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।
বুধবার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আরও জানিয়েছেন, আগামী নভেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
বর্তমান নির্বাচন কমিশনের ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের শেষ সপ্তাহ বা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাধারণত নির্বাচনের ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করে থাকে কমিশন।
আনিছুর রহমান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। এই সময় ধরে যথাসময়ে তফসিল ঘোষণা করা হবে। আগামী সংসদ নির্বাচনে অনলাইন ও অফলাইন— দুইভাবেই মনোনয়নপত্র জমা দেয়ার সুযোগ থাকবে।
নির্বাচন ব্যবস্থা সহজ করার জন্য একটি অ্যাপ তৈরি করা হচ্ছে উল্লেখ করে এই নির্বাচন কমিশনার বলেন, সংসদ নির্বাচনের আগেই এটি চালু করতে চাই। আশা করি এটি আগামী নভেম্বরে চালু করা হবে।