বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতা পদক পেয়েছেন বান্দরবানের তিন নারী।
০৯ ডিসেম্বর (শনিবার) বেলা ১১টায় বান্দরবানের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক বর্নাঢ্য অনুষ্ঠানে এ পদক প্রদান করা হয়।
এতে পদক প্রাপ্ত তিন নারীরা হলেন,সফল জননী মাশৈবু মার্মা,অর্থনৈতিক ক্ষেত্রে সফলতা অর্জনকারী সানজিদা আক্তার, সমাজ উন্নয়নে সাফল্য অর্জনকারী হ্লা মে উ মার্মা ।
বান্দরবান জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে তিন জয়িতাকে এ পদক দেওয়া হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জয়িতাদের হাতে পদক তুলে দেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।
মহিলা বিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরির সভাপতিত্বে ও সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরা।তিনি বলেন, জীবনের বাধা-বিপত্তি ঠেলে মনোবল নিয়ে কাজ করলে সফলতা আসবেই। তিনি আরো বলেন, সমাজের অবহেলিত নারীদের স্বাবলম্বী করতে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, নিজ নিজ ক্ষেত্রে অবদান রেখে সমাজ ও নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন করেছেন তিন জয়িতা। আমরা বিশ্বাস করি, তাদের সংগ্রামী জীবন অন্য অনেক নারীর জন্য প্রেরণা হয়ে উঠবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফজলুর রহমান ও সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারাসহ আরও অনেকে।