দুবাইয়ের যুবরাজ এবং দুবাই এক্সিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম জমজ সন্তানের পিতা হলেন।
বৃহস্পতিবার আমিরাতের বাণিজ্য নগরী দুবাইয়ের শাসক পরিবারের ঘর আলোকিত করে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান জন্ম গ্রহণ করেন। আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের বড় ছেলে শেখ হামদানের নবজাতক জমজ সন্তানদের মধ্যে ছেলের নাম রাখা হয়েছে রশিদ, অন্যদিকে শিশুকন্যার নাম শেখা।
এদিকে আমিরাতে সোশ্যাল মিডিয়ায় শেখ হামদানকে শুভেচ্ছা জানাচ্ছে দেশটিতে বসবাসরত সকল দেশের নাগরিক। বাংলাদেশিদের অনেকেই শুভেচ্ছা পোস্ট দিয়েছেন।
Drop your comments: