নিজস্ব প্রতিবেদকঃ ব্যাতিক্রম জন্মদিন উদযাপন করলেন আমেরিকার জনপ্রিয় সামজিক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন) এর সাধারণ সম্পাদক ওমর এফ সামি।
গতকাল বুধবার (৩০ ডিসেম্বর) আমেরিকার সংগঠক ও কমিউনিটি নেতা সামির জন্মদিনে ছায়াতল বাংলাদেশের আয়োজনে ও সামির অর্থায়নে ঢাকা কেরানীগঞ্জের ছায়াতল বিদ্যাপীঠ ক্যাম্পাস-৩ এর শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে উন্নতমানের শীতবস্ত্র বিতরণ করা হয়।
বাংলা এক্সপ্রেসকে জন্মদিনে ব্যাতিক্রমে আয়োজন সম্পর্কে ওমর এফ সামি জানান, “বর্তমানে বৈশ্বিক মহামারীতে সাধারণ মানুষ বিশেষ করে সুবিধাবঞ্চিতরা মানবেতর জীবনযাপন করছে। পড়ালেখা দূরে থাক স্বাভাবিক ভাবে বেঁচে থাকতে দারিদ্রতার সাথে লড়াই করতে হচ্ছে। এমতাবস্থায় আমার জন্মদিনে মরহুম দাদার নামের তথা হাজী ইরফান আলী কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ছায়াতল বাংলাদেশের সহযোগিতায় সুবিধাবঞ্চিত বন্ধুদের সামান্য উপহার দেওয়ার উদ্যোগ নেই। জন্মদিনে ভিন্নতা বলতে কিছু নেই তবে, মনের খোরাক পেতে সুবিধাবঞ্চিত বন্ধুদের উপহার দেই।”
সামি আরো জানান, দেশের সকল মানুষকে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।