ছোট আকৃতির চোখের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিত নাগাল্যান্ডের মন্ত্রী। এবার এই মন্ত্রী জনসংখ্যা কমানোর ভিন্ন এক উপায় বলে ট্রলকারীদের আরও উস্কে দিয়েছেন।
ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু’র প্রতিবেদনে বলা হয়, বিশ্ব জনসংখ্যা দিবসে প্রদেশটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সেখানকার বাসিন্দাদের পরিবার পরিকল্পনা গ্রহণসহ জনসংখ্যা কমানোর একটি সমাধান দিয়েছেন।
তিনি এক টুইট বার্তায় বলেন, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে, আসুন আমরা জনসংখ্যা বৃদ্ধির সমস্যাগুলোর প্রতি বিবেকবান হই এবং সন্তান জন্মদানের বিষয়ে সচেতনতা অবলম্বন করি। অথবা আমার মত অবিবাহিত থাকুন। তাহলে আমরা একটি টেকসই ভবিষ্যত গড়ে তুলতে পারব। আজ থেকেই একা থাকার আন্দোলনে যোগদান করুন।
Drop your comments: