বরগুনার বেতাগী উপজেলায় সালাউদ্দীন (২০)নামের এক কলেজ শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
তিনি মোকামিয়া ইউনিয়নের বড় মোকামিয়া এলাকার শহিদুল ইসলামের ছেলে এবং বেতাগী সরকারি ডিগ্রি কলেজের তিনি তৃতীয় বর্ষের ছাত্র।
রোববার সন্ধ্যায় বেতাগীর মোকামিয়া লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের একই এলাকার মনসুর আলী বেপারীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল কলেজছাত্র সালাউদ্দিনের। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সালাউদ্দিন মোকামিয়া লঞ্চঘাট এলাকায় আসেন। সেখানে পূর্ব বিরোধের জেরে মনসুর আলী বেপারীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
একপর্যায় মনসুর আলী বেপারীর সঙ্গে থাকা ছুরি দিয়ে সালাউদ্দিনকে পেটে আঘাত করলে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বেতাগী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, হত্যার সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদেরকে আটকের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।