![IMG_20200725_162231.jpg](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/07/IMG_20200725_162231.jpg)
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎপৃষ্টে শ্রীমতি নমিতা রাণী রায় (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার কোচ স্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নমিতা রাণী এনজিও ব্র্যাক’র চিলমারী শাখার কমচারী সুজয় সরকারের স্ত্রী। সে রংপুরের শাহাবাজ এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, নমিতা রাণী স্বামীর সাথে উপজেলার কোচ স্টান্ড এলাকায় ভাড়া বাসায় থাকতেন। শনিবার সকাল ১০টার দিকে ভেজা কাপড় জিআই তারের উপর শুকাতে দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
Drop your comments: