![InShot_20221005_191456180](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/10/InShot_20221005_191456180-scaled.jpg)
ব্যতিক্রমী উদযাপনে চিকিৎসাশাস্ত্রে সভান্তে প্যাবোর নোবেল জয়ের আনন্দে ভাগাভাগি করে নিয়েছেন তার সহকর্মীরা। কর্মস্থলে প্যাবোকে স্বাগত জানানো হয়। তার প্রেস কনফারেন্সের পর প্যাবোকে পাঁজাকোলা করে তুলে নিয়ে ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের পুকুরে ছুঁড়ে ফেলে উল্লাস প্রকাশ করেন সবাই। বিজ্ঞানীদের মাঝে এমন বড় কোনো সাফল্যকে অনেক সময়ই ‘ভলান্তারি বাথ’র মাধ্যমে উদযাপন করা হয়।
জার্মানির লাইপজিগে অবস্থিত ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর ইভ্যালুয়েশনারি অ্যানথ্রোপোলজির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন নোবেলজয়ী সুইডিশ বিজ্ঞানী সভান্তে প্যাবো। সেখানেই তার স্মরণীয় অর্জনের খবরে তাকে পানিতে ফেলে দেন সহকর্মীরা। সহকর্মীদের আকস্মিক এ কাণ্ড উপভোগ করেন এ নোবেলজয়ী। আনন্দঘন এ মুহূর্ত এরইমধ্যে ভাইরাল সামাজিক মাধ্যমে।
মানব বিবর্তন নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে চিকিৎসা শাস্ত্রে এ বছর নোবেল পেয়েছেন তিনি। বর্তমান মানব সম্প্রদায়ের পূর্বপুরুষদের জিনোম ও মানবজাতির বিবর্তন বিষয়ক গবেষণা করেন তিনি। পুরস্কার হিসেবে ১ কোটি সুইডিশ ক্রোনার পাবেন এই জিন বিজ্ঞানী।