খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ড. আইভান স্টেফানেক।
খালেদা জিয়ার বিশেষায়িত চিকিৎসার আবেদন জানিয়ে ২০১৯ সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে ড. আইভান স্টেফানেক এ চিঠি দিয়েছেন। এতে গত বুধবারের (৮ ডিসেম্বর) তারিখ লেখা হয়েছে।
চিঠিতে ড. আইভান স্টেফানেক লেখেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বের হয়েছে। তাঁর শর্তাধীন মুক্তির মেয়াদ বৃদ্ধি এবং জরুরি ভিত্তিতে চিকিত্সার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে তাঁর পরিবার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে ড. আইভান স্টেফানেক বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির বিষয়টির ওপর আলোকপাত করে আপনি (শেখ হাসিনা) ও আপনার সরকারের কাছে আবেদন করব, জরুরি চিকিত্সার জন্য তাঁকে বিদেশে পাঠাতে তাঁর পরিবারের আবেদনে যেন অনুমোদন দেওয়া হয়।’
গত ১৩ নভেম্বর খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালটির সিসিইউতে চিকিৎসাধীন।